সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৮ ১৭:১৩

বজ্রপাতের সময়ে যেসব বিষয়ে সতর্ক থাকতে হয়

চলছে বৃষ্টি আর বজ্রপাতের মৌসুম। সতর্ক না থাকলে বজ্রপাতের কবলে পড়তে পারে যে কেউ। পৃথিবীর বিভিন্ন দুর্যোগ বিশেষজ্ঞ ও আবহাওয়াবিদরা বজ্রপাতের সময় নিম্ন লিখিত বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

  • আশেপাশে যদি আশ্রয় নেয়ার জায়গা খুঁজে না পান তাহলে যতোটা সম্ভব নিচু হয়ে থাকুন। 
  • রাবারের জুতা পড়ুন। রাবার বিদ্যুৎ অপরিবাহী বলে রাবারের জুতা পড়লে বজ্রপাতের সময় কিছুটা হলেও নিরাপদে থাকবেন।
  • সকল ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকুন। যেকোনো ধরনের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, টেলিভিশন এবং রেডিও অ্যান্টেনার মাধ্যমে বজ্রপাত হতে পারে।
  • বিদ্যুতের খুঁটি, লাইন এবং উঁচু জায়গা থেকে দূরে থাকুন।
  • কনক্রিটের বানানো ফ্লোর কিংবা দেয়াল থেকে দূরে থাকুন।
  • বাড়ি নিরাপদ রাখতে আর্থিং সংযুক্ত রড মাটিতে স্থাপন করতে হবে।
  • বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা যাবে না।
  • পানি থেকে সরে আসুন। নৌকায় থাকলে ছাউনির নিচে প্রবেশ করুন।
  • গাছের নিচে, টেলিফোন বা কোনও ধরনের সংযোগের খুঁটির পাশে দাঁড়াবেন না।
  • যদি গাড়িতে থাকেন, তাহলে গাড়ি থেকে বের হবেন না। বের না হয়ে ভেতরে আশ্রয় নিতে পারেন।
  • ফাঁকা জায়গা, মাঠ, ক্ষেত ও যাত্রী ছাউনিতে থাকবেন না।
  • পাহাড়ের চূড়া বা সমুদ্রসৈকতে অবস্থান করা ঠিক নয়।
  • মুঠোফোন, কম্পিউটার, টিভি, ফ্রিজ ও বিদ্যুতের সুইচ বন্ধ রাখুন।

 

আপনার মন্তব্য

আলোচিত