সিলেটটুডে ডেস্ক

০১ অক্টোবর, ২০১৮ ২০:১৯

ঘরে বসেই চুল স্ট্রেট করুন

পার্লারের গরম আয়রন ব্যবহার করে চুল স্ট্রেট করলে দীর্ঘমেয়াদে চুলের বিশাল ক্ষতি হয়। সেই ক্ষতি থেকে বাচার জন্য প্রাকৃতিক উপায়ে করে ফেলুন চুল স্ট্রেট। খুব সহজেই বাড়িতে বসে করতে পারেন কাজটি। বাড়িতে শুধু একটু দুধ থাকলেই হবে। দুধের পুষ্টিগুণ একদিকে আপনার চুলে বাড়তি শক্তি জুগিয়ে তা উজ্জ্বল ঝলমলে করে তুলবে, চুলের বৃদ্ধিও ভালো হবে, অন্যদিকে বিশেষ মিল্ক সলিউশন ব্যবহার করে চুল স্ট্রেট করতে পারবেন সহজেই।

চুল স্ট্রেট করতে যা লাগবে

আধকাপ দুধ (নারকেলের দুধ হলে সবচেয়ে ভালো), একটা স্প্রে বোতল আর একটা মোটা দাঁড়ার চিরুনি।

যেভাবে করবেন

প্রথমে স্প্রে বোতলে দুধ ভরে নিন। যত ঘন দুধ হবে, তত ভালো ফল পাবেন। গুঁড়ো দুধ গুলেও ব্যবহার করা যায়।

তারপর চুল ভিজিয়ে নিন। ভেজা চুলে সমানভাবে দুধ স্প্রে করুন। পর্যাপ্ত পরিমাণে দুধ স্প্রে করবেন, যাতে মাথার খুলি থেকে চুলের ডগা পর্যন্ত সবটাই দুধে ভিজে যায়।

তারপর চিরুনি দিয়ে আঁচড়ে চুলের জট ছাড়িয়ে নিন। জট পাকানো চুলে দুধ জমে থাকলে পরে ধোয়া মুশকিল হয়ে যাবে। জট ছাড়িয়ে ভালো করে স্ক্যাল্প মাসাজ করুন। অন্তত আধঘণ্টা রাখতে হবে যাতে চুলের গভীর পর্যন্ত দুধের পুষ্টি পৌঁছে যেতে পারে।

এবার ভালো করে চুল ধুয়ে নিন। শুকিয়ে গেলেই দেখবেন ঢেউ খেলানোভাব উধাও হয়ে চুল কতটা চকচকে আর সোজা হয়ে গেছে। সূত্র: ফেমিনা ইন্ডিয়া

আপনার মন্তব্য

আলোচিত