অনলাইন ডেস্ক

২৫ জুন, ২০১৯ ২২:০২

পেঁয়াজ ব্যবহারে চুল দ্রুত বাড়ে

অনেকেরই শখ থাকে চুল বড় করার। আর দীঘল, ঘন চুল নিয়ে তো কবিদের কাব্যেরও শেষ নেই। এ চুলের সৌন্দর্যে মাতোয়ারা সারা বিশ্ব।

তবে চুল দ্রুত বড় করতে অ্যালোভেরা ও পেঁয়াজ বেশ উপকারী। চুল দ্রুত বড় করতে অ্যালোভেরা ও পেঁয়াজ ব্যবহারের উপায় জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ডেমিক।        

অ্যালোভেরা ও পেঁয়াজ ব্যবহারের উপায়

একটি প্যানের মধ্যে এক কাপ নারকেল তেল নিন। দুটো অ্যালোভেরা পাতা নিন এবং এদের কিউব করে কেটে প্যানের মধ্যে দিন। একে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করুন রং পরিবর্তন না হওয়া পর্যন্ত। রং পরিবর্তন হয়ে এলে এটি চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।

এবার দুটো পেঁয়াজ বেটে নিন এবং এর রস বের করুন। এর পর এর মধ্যে নারকেল তেল ও অ্যালোভেরার মিশ্রণ দিন। ভালোভাবে মেশান। সপ্তাহে দুই থেকে তিনবার এ মিশ্রণ ব্যবহার করুন।

মিশ্রণটি ভালোভাবে মাথায় ম্যাসাজ করুন। ৪০  মিনিট থেকে দুই ঘণ্টা পর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলকে স্বাস্থ্যকর রাখবে এবং দ্রুত চুল বড় করতে সাহায্য করবে।

আপনার মন্তব্য

আলোচিত