সাহিত্যে নোবেল পেলেন বেলারুশের সোয়েতলানা

 প্রকাশিত: ২০১৫-১০-০৮ ১৯:৩৪:২১

সিলেটটুডে ডেস্ক:

বেলারুশের সাহিত্যিক সাংবাদিক সোয়েতলানা আলেক্সিয়েভিচ এ বছরের সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন। তাঁর দ্বৈতস্বরের গদ্যকে সুইডিশ অ্যাকাডেমি অভিহিত করেছে ‘সমকালীন মানব যাতনা আর সাহসিকতার সৌধ’ হিসেবে।


বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১২তম লেখক হিসাবে তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমির প্রধান সারা দানিউস বলেন, “আলেক্সিয়েভিচ তার অনন্যসাধারণ লেখনি শৈলীর মাধ্যমে সতর্কভাবে বাছাই করা কিছু কণ্ঠের যে কোলাজ রচনা করেছেন, তা পুরো একটি যুগ সম্পর্কে আমাদের বোধের জগৎকে নিয়ে গেছে আরও গভীরে।”

৬৭ বছর বয়সী সোয়েতলানা আলেক্সিয়েভিচ হলেন চতুর্দশ নারী, যিনি সাহিত্যে নোবেল পেলেন। গত বছরও এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় তার নাম ছিল। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার বাবদ তুলে দেয়া হবে ৮০ লাখ ক্রোনার।

নিজের দেশে আলেক্সিয়েভিচ পরিচিত সরকারের একজন সমালোচক হিসেবে। আর তিনিই প্রথম সাংবাদিক, যিনি সহিত্যের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার পেলেন।
প্রায় অর্ধশতক পর ‘নন-ফিকশন’ লেখকে  এই পুরস্কার দেওয়া হল। 

আপনার মন্তব্য