প্রকাশিত হয়েছে সজল ছত্রীর প্রথম কাব্যগ্রন্থ ‘অরণ্যে অদম্য’

পাওয়া যাচ্ছে বইমেলার শুদ্ধস্বরের স্টলে

 প্রকাশিত: ২০১৫-০২-১৮ ০১:০৪:৫৫

 আপডেট: ২০১৫-০২-১৮ ০১:১৮:৪১

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত হলো তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কবি সজল ছত্রীর প্রথম পূর্ণাঙ্গ কাব্য গ্রন্থ ‘অরণ্যে অদম্য’। একুশে বইমেলা ২০১৫ উপলক্ষে বইটি প্রকাশ করেছে প্রকাশণা সংস্থা শুদ্ধস্বর।

৮০ পৃষ্ঠার বইটিতে মোট ৭২ টি কবিতা গ্রন্থিত হয়েছে। রুবেল হাফিজের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ১৭৫ টাকা। বইটি চলমান একুশে বইমেলায় শুদ্ধস্বরের স্টলে পাওয়া যাচ্ছে।

এর আগে সজল ছত্রীর কবিতার দুটি পুস্তিকা প্রকাশিত হলেও এটিই তার প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ কবিতার বই।

পেশায় সাংবাদিক সজল ছত্রী দীর্ঘদিন ধরে লেখালেখির সাথে জড়িত আছেন। ছোটকাগজ ও সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে তরুণ প্রজন্মের যে ক'জন কবি বই প্রকাশের আগেই পাঠকপ্রিয়তা অর্জন করেছেন সজল ছত্রী তাদের অন্যতম।

 

 

 

 

 

আপনার মন্তব্য