এবার তুমি শক্ত হয়ে দাঁড়াও!

 প্রকাশিত: ২০১৬-০৯-৩০ ১২:০৩:৩৭

 আপডেট: ২০১৬-০৯-৩০ ১২:০৭:২০

শফিকুল ইসলাম:

যুদ্ধ মানে
যুদ্ধ মানে ভাঙার গান
তছনছ করা অসুরের সুর
রক্ত নিয়ে মাখামাখি
অন্যদের হাততালি।

যুদ্ধ মানে হাহাকার
চোখের সামনে আত্মত্যাগের চিৎকার
স্বজন হারানোর ব্যথা
মৃত্যু নিয়ে নানা কথা।

যুদ্ধ মানে অস্ত্র ব্যবসা
পরাশক্তিদের রমরমা ব্যবসা
একে অপরের পক্ষে কথা বলা
যুদ্ধকে ত্বরান্বিত করা।

যুদ্ধ মানে শক্তি খাটানো
মানুষ মারা, ক্ষমতা দেখানো
লাশের সংখ্যা গুণা
মানুষের সংসার ভাঙা।

যুদ্ধ মানে আকাশে ‘খই ফোটানো’
আকাশ থেকে আগুন নামানো
সূর্য রশ্মিকে হার মানানো
মৃত্যু যন্ত্রণা কাউকে পাওয়ানো।

যুদ্ধ মানেই ভালো কিছু না
মঙ্গল কিছু না
সুখের আভাসও না
শুধু ধ্বংসকে কাছে টানা।

কাশ্মীর
কাশ্মীর তুমি আর কতোইবা জ্বলবে
এবার তোমার সময় এসেছে
স্বাধীন হবার জোয়ার জেগেছে
ওঠো...হে, স্বাধীন পিপাসুরা
জেগে ওঠো...
তোমাদের ভূমিকে আপন করে নাও
আর রক্ত দিয়ো না, এবার হঠাও।
কালপিটদের, ক্ষমা করো না
কাশ্মীর তোমাকে নিয়ে আর বা কতোই টানাটানি হবে
এবার তুমি শক্ত হয়ে দাঁড়াও
স্বপ্ন দেখো...
ওদের হঠাও।

আপনার মন্তব্য