জলেশ্বরীর অধিকর্তা

 প্রকাশিত: ২০১৬-১০-০৭ ১৩:৪৬:১৩

মাসুদ পারভেজ:

জলেশ্বরীর অধিকর্তা
আধকোষা নদী এখন শান্ত, ক্ষণিক আগেও
সেখানে প্রবল পরিক্রমায় নীল জলের ঢেউ
ছিল। নদীতে যার ডিঙি চালানোর অধিকার আছে তিনি
একটু আগেই সেখানে পৌঁছে গেছেন। আগে থেকেই অপেক্ষা
নুরুলদীনের, কবে আসবেন কারিগর?

পরানের গহীনে অবস্থান হলেও, সে বন্ধন
অন্য ইশারায় ছুটতে শুরু করেছে।
এ বড্ড কঠিন পরবাস্তবতা, চাইলেই বেশি দিন
অপেক্ষা করানো যায় না; শেষমেশ বলতে হয়, এবার চলুন।

জলেশ্বরীতে এখন আনন্দের অতিশয় বন্যা বয়ে যাচ্ছে।
দুঃখ ঘুচে গেছে নুরুলদীনের। যমুনার থিকাও সর্বনাশী
রূপ নেয় না বুরং মাটির সাথে জলের অদ্ভুত মিতালি ঘটেছে।
যা জলেশ্বরীর অধিকর্তার হুকুম; চর্যাপদ থেকে যিনি সদর্পে
উঠে এসেছেন, তাকে তো আর হেলা করা যায় না।

আপনার মন্তব্য