জয়ীতার গল্প : ৯-১২

 প্রকাশিত: ২০১৬-১০-২৮ ০১:৩১:৫৩

 আপডেট: ২০১৬-১০-২৮ ১০:৩৪:২৪

শিপন হালদার:

জয়ীতার গল্প

চন্দ্রালোক নাকি লুকাতে চায় মহাশূন্যে
যেখানে তারারা হারায় অভয়ারণ্যে
কার ছায়া পড়ে ওই মঙ্গল পৃষ্ঠে
কে জানে কি আছে, আপাত দৃষ্টে!

জয়ীতা, তোমাকে নিয়ে হারাবো মহাশূন্যে
নীল নীহারিকার মাঝে...
মিলনের ছন্দে..
নব আনন্দে জাগবো আবারো...
পাহাড়ের চূড়ায় সবুজ হয়ে; তোমার সৃষ্টে!

১০
ও চোখের নীলে হাজারো নীল
জোছনার মাঝে করে ঝিলমিল
মাটির গন্ধে ঘাসের মায়া
মাটির ঘরে তোমার ছায়া
চাঁদের আলোয় উজ্জ্বল তুমি
পূর্ণগ্রহণে হৃদয় ভূমি!

ও জলের তলে দারুচিনি দ্বীপ
আধার ঘরে জ্বালায় প্রদীপ
মোমের তাপে মোম গলে
তোমার ডাকে চোখের ছলে
ও নীল হারাবে কণ্ঠনীলে
জয়ীতা.. তুমি আমার হলে!

১১
পাহাড়ের চূড়ায় মেঘ জমেছে
নিচে বৃষ্টির অপেক্ষা...
শীতল জলের ফোঁটায় জুড়াবে মন
ধমনীতে হিমবাহ!
আকাশে রং মেলেছে রংধনু
মন ছুঁয়েছে মনে
বৃষ্টি আসবে বলে পানকৌড়ি
ডুব দিয়েছে জলে!

১২
মনে মহাকাল, শূন্যতার ছড়াছড়ি
সৌরতাপের খরতাপে পুড়ছে।
থেমে গেছে চন্দ্র বিজয়ের উল্লাস
মঙ্গলে যুগলের প্লট বিক্রি চলছে!

জয়ীতা, চলো যাই, অন্য কোথাও
এই সৌরমণ্ডলের ভেতরেই
যেখানে প্রেমময় জীবনের উল্লাস
শূন্যতা কাটাবে নিমিষেই!

আপনার মন্তব্য