মাসুদ পারভেজ-এর ৩ কবিতা

 প্রকাশিত: ২০১৬-১১-১০ ০৪:১৭:১৮

 আপডেট: ২০১৬-১১-১০ ০৪:৩০:২৫

মাসুদ পারভেজ:

তোমাকে পাওয়ার জন্য 

তোমাকে আলিঙ্গন করবো বলে,
দীর্ঘ ৪২ টি বছর নির্ঘুম রাত
মনে হচ্ছে যেন দুঃস্বপ্নে ভেসে বেড়াচ্ছি
অপ্রাপ্তির রেখাগুলো নীলাভ হয়ে যাচ্ছে
খসে যাওয়া অনুভূতিগুলো পীড়া দিচ্ছে প্রবলভাবে
তবুও আঁকড়ে ধরেছি অনিঃশেষ শক্তি দিয়ে
তোমাকে আলিঙ্গনে ভাসাবো বলে
হে প্রিয় স্বাধীনতা!

তোমাকে আলিঙ্গন করবো বলে,
সম্ভ্রম হারানো মা বোনের নয়ন সম্মুখ পানে
এখনো আশার কথা শুনায়
এখনো বলি, চিৎকার করি, গলায় কাঁপুনি ধরিয়ে দিয়ে
বলি “জয় বাংলা, জয় বাংলা”
তোমাকে আলিঙ্গনে ভাসাবো বলে
হে প্রিয় স্বাধীনতা!

তোমাকে আলিঙ্গন করবো বলে,
এখনো ডাক আসলে ছুটে যায়
মিছিলের রাজপথে
ক্লান্তিহীন পথ পাড়ি দেওয়ার দুঃসাহস দেখায়
হাজারো যোদ্ধার সাথে
দুঃখ ভাগাভাগি করি
হাসি কান্না প্রাপ্তি-অপ্রাপ্তিতে
নানান সমীকরণে
তোমাকে পাওয়া দীর্ঘ থেকে
দীর্ঘতর হচ্ছে
ছোঁয়া আর হয়ে উঠে না
আমার/আমাদের সব আশা ভরসা
এক নিমিষেই অন্ধকারে ঢেকে যাচ্ছে
কারো অন্দর মহলের
গোপন দুরভিসন্ধিতে!

তাহলে এত কালের অপেক্ষা
এত কান্না
এত ত্যাগ,
৩০ লক্ষ শহীদের রক্ত
দুই লক্ষাধিক মা বোনের সম্ভ্রম
আজীবন পঙ্গু হয়ে যাওয়া
সব হারিয়ে... শুধু তোমাকে
শুধু তোমাকে আলিঙ্গনের নিরিখে
পথের পানে চেয়ে থাকা বোকা মানুষগুলোর
কি হবে?

ভবিতব্য
সে এক ভবিতব্য;
অসময়ে উথলে উঠে।
মশায়, আছে নাকি,
পেইন উঠে?
দেখো দেখো, প্রশ্নের কি বেহুদা ভাব
কেন আপনার নেই বুঝি?
আছে আছে সবার আছে,
বুঝলেন তো, এসব থাকতে হয়
নাহলে আপনি আবার কিসের
মুসলমান,
হিন্দু ,
ক্রিশ্চান,
বৌদ্ধ।

না, নেই আমার।
দেখানো লাগবে,
দেখান দেখান, দেখান তো
কিভাবে দেখবেন শুনি?
আপনার তো দেখার চোখ নেই
বুঝার জন্য যে গিলু দরকার হয়,
জানেন তো?

শুনেন মশায়, আমি মানুষ
সবার আগে সবকিছুর আগে।
আগে মানুষ হোন
মানুষ।
মানুষের মধ্যেই লুকায়িত আছে সব।
আজকাল মানুষের যে বড্ড আকাল।

কে তুমি, অনাহুত?
বুকের মধ্যে বাসা বেঁধেছে অশরীরী আত্মা
দুমড়ে মুচড়ে মুষড়ে পড়ছি আমি
আমার মধ্যে বসত গেড়েছে ভিন্ন আমি।
যার রূপ-বর্ণ-গন্ধ সব-ই আমার অচেনা
জীবন চলছে কোন আকর্ষণে
এই সফেদ ভাবনায় আমার
যাবতীয় অনুযোগ।
কে তুমি, অনাহুত?
কি চাও, কোথায় তোমার শেষ?
আমার সকল কিছুকেই কেন তুমি চাও; কায়মনোবাক্যে?
হে, অশরীরী আত্মা।

অস্তাপারের সরল জীবন আমার
বিষিয়ে কেন তুলছ, ছলনাময়ে?
আমি আমাকে নিয়ে থাকতে চাই না
আমিত্বের অমসৃণতা চাইছি।
বিনীত অনুরোধ করছি
আমাকে জনমানবতায় মুগ্ধ হতে দাও।

আপনার মন্তব্য