‘মৃতদের কান্নার কোন শব্দ থাকে না’, লিখেছিলেন শাকিল

 প্রকাশিত: ২০১৬-১২-০৬ ১৬:২৯:৪৮

 আপডেট: ২০১৬-১২-০৭ ০০:১৭:৫৯

নিজস্ব প্রতিবেদক:

মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই
নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই
হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি
তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে।

মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা আগে ঠিক এভাবেই ফেসবুকে লিখেছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল আলম শাকিল। এলা, ভালবাসা, তোমার জন্য শিরোনামের কবিতা ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি মৃত্যুর ১৫ ঘণ্টা আগে।

প্রধানমন্ত্রীর বিশেষ এ সহকারী লেখালেখির জীবনে ছিলেন কবি, ছিলেন শিল্প-সাহিত্যের এক অনুরাগী।

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মাহবুবুল হক শাকিল অন্যতম ছিলেন। মাহবুবুল হক শাকিল আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।

১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা জহুরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদের প্রশাসক। মা শিক্ষকতা করেন। তিনি একটি কন্যা সন্তানের জনক।

মাহবুবুল হক শাকিল ফেসবুকে দেওয়া তাঁর সর্বশেষ কবিতায় লিখেছিলেন-

এলা, ভালবাসা, তোমার জন্য
কোন এক হেমন্ত রাতে অসাধারণ
সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।
তৃপ্ত সময় অখণ্ড যতিবিহীন ঘুম দিবে।
তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,
তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।

তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,
আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।

মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই,
নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।
হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,
তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে।

আপনার মন্তব্য