চলে যাওয়া মানে প্রস্থান নয়

 প্রকাশিত: ২০১৬-১২-০৭ ১৪:১৯:০৮

মাসুদ পারভেজ:

চলে যাওয়া মানে প্রস্থান নয়
উৎসর্গ - কবি মাহবুবুল হক শাকিল

কখনো কখনো খুব শব্দ করে কান্না করি
প্রিয়জন নয় প্রিয়জনের চেয়েও বহু আপন
রক্তের বন্ধন তখন চুপসে যায়;
আত্মার বন্ধনের কাছে
কখনো কখনো স্বজন হারানোর বেদনা-সম হয়ে যায়, যায় সবকিছুই ছাপিয়ে
তখন নিজেকে দোষারোপ করি
ভাবি, কতই না অসহায় আমরা হিম শীতল অনুভূতির কাছে!

কেউ কেউ পরপারে চলে যায় নি:শব্দে
একা জনমানবশূন্য সময়ে
কেউ কেউ পট সাজায় সুনিপুণভাবে
কেউ কেউ জেনে যায় যাওয়ার সময়
তখন : একা নিজেকে তৈরি করে
মুচকি হেসে নানান সমীকরণ উড়িয়ে দেয়,
স্ফীত হেসে!

কারো চলে যাওয়ায়
অযুত-নিযুতের ক্ষতির মুখোমুখি হয়
একা কেউ নয়, গোটা জাতি
তখন শোককে শক্তিতে পরিণত করতে হয়
মাতম নয়;
অযুত-নিযুতের শপথ
আবারো দেখা মিলুক
মহামানব নয়-
একেবারেই সাধারণ একজন;
যে সাধারণে অসাধারণ হয়ে উঠবে!

আপনার মন্তব্য