রক্তক্ষরণ

 প্রকাশিত: ২০১৭-০২-০৪ ০১:০৫:২০

শফিকুল ইসলাম:

রক্তক্ষরণ
কতো রক্ত আজ তাজা তাজা রক্ত
মাথা ফেটে বের হয়, বুক ফেটে বের হয়
আমরা অবাক হই না এখন আর
আমরা শোকাহত হই না এখন আর
ভয় জাগে না আর আগের মতো।

কতো মৃত্যু আজ কান্না করে
কতো দেহ আজ লাশ হয়
আমরা তাকিয়ে থাকি
মনোযোগ দিয়েই হয়তো শুনি!
মন মেনে নেয় সহজে
অভ্যাস হয়ে গেছে গেঁথে
চিন্তাটাও দাঁড়িয়েছে এভাবে
রক্ত দেখবো রোজ সকালে
রাত-দিন যে-কোনো সময়ে।

কতো মার আজ মানুষ খায়
রাস্তা-ঘাটে রোজ আলোড়নে
সয়ে গেছে তা সহজেই
শরীরের নাম মহাশয় বলেই।

আর কতো রক্ত চাই, শুনি বাংলাদেশ
শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক সমাবেশ
কেউ রেহায় পায় না আজ রক্ত দিচ্ছে বেশ
রক্ত দেখো বাংলাদেশ...
এ রক্তক্ষরণ ঘটছে আজ প্রতি সত্তায়
জেগে ওঠো মানুষ, রক্ত আর দেখবো না।

আপনার মন্তব্য