মা’কে নিয়ে ২ কবিতা

 প্রকাশিত: ২০১৭-০৫-১৪ ০০:৪৬:৪৪

 আপডেট: ২০১৭-০৫-১৫ ১৫:৫৩:০১

শফিকুল ইসলাম:

তোমার অপেক্ষায় মা

রাত ভোর হয় আবার আকাশ নিভে
তখন তারা দেখি শুধু রাত জেগে
তারার ঝিকিমিকি আমার নির্ঘুমনতা
স্মৃতিতে আসো তুমি আমার আকাশটায়
আমায় দেখো কি তুমি ঐ দূর আকাশ থেকে?

তোমায় ছাড়া আমি ছন্নছাড়া
তোমায় ছাড়া আমি অসহায়
মনে পড়ে তোমায় ঐ সময়ে
যখন তুমি ডাকতে আমায়।

সন্ধ্যার আকাশ ঘোলা হওয়ার আগে
ডাকতে তুমি আমায়...
আসে না কেনো ছেলেটি
বেলা যে ডুবে যায়।

সকালবেলা তোমার মিষ্টি ডাক
ঐ ওঠরে..বেলা যে বেড়ে যায়
খেয়ে-দেয়ে যা- সময় হয়েছে স্কুলের।
আজ শুধুই স্মৃতি সেগুলো
তাড়না দেয় এখন আমায়।
ফিরে তো আর পাবো না তোমায়
তবুও তারা গুনবো প্রতিটি রাত জেগে
শুধু তোমার অপেক্ষায়--
মা...

মা

আকাশের দিকে তাকিয়ে রই
তোমার অপেক্ষায়
রাতের আকাশের তারা গুনি
তোমার ভালোবাসায়।

তুমি কি দেখা দিবে আমায়...
তোমার স্মৃতিমাখা হাসি
কথার আদর আর ভালোবাসা
পাবো কি আর...?

তোমার পানে আকাশে তাকিয়ে
ভাবি একান্ত একা হয়ে
তুমি তো আর ফিরবে না
এই দুখীর মাঝে।

তোমার কথা মনে পড়ে
পড়ন্ত বিকালে সন্ধ্যার আগে
তুমি খুঁজতে আমায়
আকাশ কালো হওয়ার আগে।

আজ বড়ো অসহায় আমি
বসে বসে কাঁদি এক বেদনায়
তুমি কি ফিরবে আবার?
শাসন করবে আমায়
বড্ড মনে পড়ে তোমায়--
মা...

আপনার মন্তব্য