হৃদয়ের হেডঅফিস থেকে আবহাওয়াপত্র পাঠ

 প্রকাশিত: ২০১৭-০৫-৩১ ১৩:২৩:৫২

আলীম হায়দার:

বন্ধুদের মধ্যে অনেক প্রিয় বন্ধু থাকে, তেমনি অপ্রিয় বন্ধুও থাকে,
কৃতজ্ঞ বন্ধু থাকে, অকৃতজ্ঞ বন্ধু থাকে, এমনকি কৃতঘ্ন বন্ধু থাকে,
তবু তারা বন্ধু; একবার জমে ওঠা বন্ধুত্ব শত্রু হলেও বন্ধুই থাকে,
বন্ধুত্বের ছাপ মোছেনা সহজে, বেঈমান বন্ধুও প্রকারান্তে বন্ধু বটে

বন্ধুর জন্য অনায়াসে জীবন দেয় অনেকে— অনেকে বন্ধুঘাতী হয়,
বন্ধুর মহত্বকে কেউ কেউ দুর্বলতা ভাবে, কিছু বন্ধুত্ব শুধুই স্বার্থময়,
কর্পোরেটবন্ধু বিনিময়ি হাসি দেয়, মাল্যবন্ধুর মার্বেল খেলানো হৃদয়,
বন্ধুরা খসে যায়, কখনো খসায়, তারপরও—কিছু বন্ধুত্ব ব্যঞ্জনাময়

শত্রুতার জাত-বেজাত নাই কেটায় কয়? সব শত্রু কিন্তু শত্রু নয়,
ধুরন্ধর শত্রুদের ঘোমটা খোলা দায়, সরল শত্রুরা সতর্কবাণী রণায়,
কিছু শত্রু বিবেকবান হয়—কুসময়ে আচমকা পাশে এসে দাঁড়ায়,
অনেকে নিজের কাছে পরাজিত—সংকীর্ণতা থেকে শত্রু হয়ে যায়

শত্রুদের মাঝেও কিছু শুভাকাঙ্ক্ষী থাকে—প্রাণভরা হৃদয়ে ডাকে
শত্রুতার গৎবাঁধা সীমানা এড়িয়ে অনেকের সুদর্শনচক্রে সূর্য হাসে
কেউবা আবার শত্রু হলে সকাল বিকাল বিষ ছড়ায়, কালকেউটে—

বিষের পেয়ালা বন্ধুই তুলে দেয়, ধূর্তবন্ধুটাই একদিন রাজসাক্ষী হয়।
শত্রুখঞ্জর নির্দয়, অতোটা নির্মম নয়; উৎকৃষ্ট শত্রুও বন্ধু হয়ে যায়।

আপনার মন্তব্য