পিতা

 প্রকাশিত: ২০১৭-০৮-১৪ ১৩:১৯:৫৭

 আপডেট: ২০১৭-০৮-১৪ ১৪:৪৭:৫৬

মাসুদ পারভেজ:

পিতা
তোমার জন্য হে পিতা
যদি সেই কালরাত্রিতে উন্মত্ত আমি সমস্ত
বুলেট আটকাতে পারতাম
সেদিনের অমানিশায় রাত নিমিষেই ভোর করে দিতে পারতাম
নপুংসকদের অপবিত্র শরীরে থুঃ থুঃ ছিটাতে পারতাম
তোমার জন্য হে জনক, সমস্ত লাল রক্তকে
ঢেকে দিতে পারতাম; সবুজ আবরণে
তবে তাই করতাম।

সেদিনের সেই অন্ধকারের পরে যদি আমি
আমার দু'চোখ খুবলে নিতে পারতাম
যদি পারতাম পা দুটো খুলে রেখে দিতে
তবে তাই করতাম।

এখন সমস্ত ফুলের সৌরভ জড়ো করছি
সব সু-বাতাস তোমার সমাধি পানে
বয়ে নিচ্ছি, যাতে তোমার
সাথে সাথে তোমার সাহসি বক্ষ তোমার ইস্পাত
কঠিন চক্ষু ও তোমার তর্জনীর উপর যে
লতাগুল্ম বেড়ে উঠছে, সেসবের জন্য।

কিন্তু কবিতা, সে কি ভয়াল রাত্রিটির
সাক্ষী হবে না?
যেদিন বিষাক্ত বুলেট আমাদের নিশানা পেয়ে যায়
তাহলে কবিতা কি গণমানুষকে জাগাবে না?

যদি হ্যাঁ হয়, তাহলে শুরু হোক
সাঁকো বাঁধার মধ্য দিয়ে।

আর যদি বেধনাবিধুর না হয়, তাহলে;
মৃত্যু প্রতীক্ষায় থেকো প্রিয় স্বদেশ।

আপনার মন্তব্য