ফেরিওয়ালা

প্রিয় হেলাল হাফিজকে

 প্রকাশিত: ২০১৭-১০-০৭ ১৫:৫৭:৪০

মাসুদ পারভেজ:

জানেন, বহুকাল থেকেই আপনি প্রকাণ্ড হয়ে আছেন
বুকের বাঁ পাশে, ডানপাশের সবটুকু জুড়ে
আপনি দ্রোহ আর কষ্টের বাইরে আগাগোড়া প্রেমিক হয়ে আছেন শুরু থেকে:
অথচ নিজেকে কত সহজেই দু:খের অপর নাম বলেন!

জানি না কোন প্রকাণ্ড অভিমানে নিজেকে লুকান
নিজেকে হারিয়ে দেওয়ার এত আয়োজনে-
আমাদের গাত্রদাহ হয়
আমাদের পোড়ায় কারণ আপনি আমাদের আপনজন।
আপনাকে বড্ড ভালোবেসেছি।

আপনাকে ভালোবাসি দু:খে আর অভিমানে
ভালোবাসি কবিতার শাদা শব্দে
দখিনা জানালায় আপনার প্রত্যাশায় থাকি
আশাহত হই কারণ বাতায়নজুড়ে লাল-নীল কষ্ট।

হে প্রিয়,
নিষিদ্ধ সম্পাদকীয় কিংবা গোলাপের টুকটুকে লালে
যৌবনের মিছিলে;
কষ্টের যম হয়ে
আকাশজুড়ে তারার ঝলকানি হয়ে
হৃষ্টপুষ্ট কষ্ট এড়িয়ে ;
আপনি বিরাজমান থাকুন সদা কলহাস্যে।

আপনার মন্তব্য