রক্তে শুকানো অক্ষরে

 প্রকাশিত: ২০১৮-০৫-১১ ২১:০৪:৫০

শারমীন সুলতানা:

মধ্যরাতের বিষণ্ণ বিবরে
আঁধার ঝালরে নৈরাশ্য ঢাকি!
যখন আকাশ ছিলো শ্রদ্ধায় নত,
তোমাদের ওষ্ঠ চুম্বন করে!

ঘুমিয়ে থাকা তেভাগার ইলা মিত্র,
স্বদেশীর প্রীতিলতা; আমি সাক্ষী,
হবেনা কখনো এ মাটির পরিত্রাণে।
সেদিন শ্রাবণের বরষণ দেখেছিলাম;
আকাশ, কতটুকু বিষাদে মর্মাহত!
বারিধারা বয়েছিলো তেরোশত নদীর শান্তধারায়।
আমি দেখেছিলাম।

ইতিহাসের খেরোখাতায় তোমাদের নাম।
মূল্যবোধ লেখা আছে রক্তের অক্ষরে!
বিমলিন ঘুমিয়ে রয়েছে একই
নিবাসে বাংলার শেষ নবাব!
উত্তরসূরি তিতুমীর, হাজী শরিয়ত;
স্বস্তিতে থাকেনি এমনকি বাংলার বাঘও!

ইতিহাসের বর্ণমালায় ধুলো জমে! ধুলো জমে
কালচে হওয়া রক্ত অক্ষরে! ওরা কয়-
পিতার বুকে স্বপ্নে লালিত বাংলার কথা কয়।
জানতে চায়- বিবর্তনেও মীরজাফর- কেন
ওরা অক্ষয়- কেন পায় না মুক্তির সাধ,
বন্দি শেকলে বাঁধা হাজার বর্ষের ভালবাসা-
আর বাংলা মায়ের দায়!

আপনার মন্তব্য