কল্পকাহিনী

 প্রকাশিত: ২০১৮-০৬-০৪ ০৩:৪০:০৯

 আপডেট: ২০১৮-০৬-০৪ ০৫:০৯:২৬

সুকান্ত পার্থিব:

ঝাউবন দোল খায় উন্মাদ বাতাসে
সময়-অসময়ে স্রোতে ভেসে আসে
নুড়িপাথর, শামুক, বালিকণা, মুক্তোদানা।

রাতের নিগূঢ় আঁধারে মিশে যায়
কালোপোশাকী সশস্ত্রের দল, বুটের আওয়াজ;
কয়েকটি বেওয়ারিশ বুলেট গেঁথে যায়
কোন এক পিতার শরীরে! প্রিয়জনদের আর্তস্বরে
ঘুম ভাঙে সমুদ্রকন্যার; দূর থেকে উন্মত্ত বাতাসে
ভেসে চলে সাইরেন, অশ্রাব্য গালিগালাজ,
সদ্য নিহতের প্রতি খুনির একরাশ ঘৃণার ধিক্কার।

যুগ পেরিয়েছে; কত আত্মদান ইঁদুরের গর্তে
ঢুকে গেছে, কল্পকাহিনীতে কত মুক্তোদানা
পরিচিতি পেয়েছে শামুক-নুড়িপাথরে!

কতবার ছাতিমফুল নুয়ে পড়েছে স্তব বন্দনায়,
আমরা নিষ্পাপ চাহনিতে নিঃস্পৃহ চোখে
দেখে গেছি রুদ্ধস্বরে মিথ্যায় সত্যের আমৃত্যু সমর্পণ;
বুলবুলির গলা চেপে ধরলেও খসে পড়ে কালোহাত
মাটিচাপাচাপির খেলায় যুক্ত হয় কৌশলী আয়োজন!

আপনার মন্তব্য