প্রকাশিত হয়েছে ‘মেঘ বাউলের গান’

 প্রকাশিত: ২০১৮-০৯-১৫ ১৬:২০:৩৬

 আপডেট: ২০১৮-০৯-১৫ ১৬:৩৫:০৩

নিজস্ব প্রতিবেদক:

কবি মেকদাদ মেঘের ৬৮টি গানের সংকলন নিয়ে প্রকাশিত হয়েছে কবির দ্বিতীয় বই “মেঘ বাউলের গান”।

কবিতাই তার আরাধ্য আপন, সময় কাটে চিত্রশিল্প ও গানের ভুবনে। কবি হিসেবে সমধিক পরিচিত হলেও সংগীত ও গদ্য সাহিত্যে রয়েছে তার অনবদ্য বিচরণ।

তার প্রথম কাব্যগ্রন্থ 'হাওয়াই ডাকঘর' প্রকাশিত হয় ২০১২ সালে। তারপর দীর্ঘ ৬ বছর পর প্রকাশিত হয়েছে দ্বিতীয় গ্রন্থ 'মেঘ বাউলের গান'।

বইয়ের উৎসর্গপত্রে কবি লিখেছেন, ‘মা মহিমার চরণতলে, দিলাম সঁপিয়া, মেঘমায়া মেঘমালা, প্রাণলক্ষ্মী হিয়া, রুবাইয়াৎ প্রিয়শ্রীর নামে, ভালোবাসা দিয়া’।

কবি মেকদাদ মেঘ সুনামগঞ্জ জেলার দিরাই থানার নগদিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শায়েখ চৌধুরী ও মাতা মহিমা বেগম। বর্তমানে সিলেট নগরীর হাউজিং এস্টেটে তার বসবাস।

প্রাতিষ্ঠানিক পড়াশোনা সিলেটের মদনমোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, কর্মরত রয়েছেন দেশের প্রাচীনতম দৈনিক যুগভেরী পত্রিকায় প্রতিবেদক হিসেবে। এছাড়াও ২০১০ সাল থেকে সম্পাদনা করছেন সাহিত্যের ছোট কাগজ স্বপ্নস্রোত।

দিয়া প্রকাশ থেকে প্রকাশিত ৪৮ পৃষ্ঠার এ বইটি সিলেটের বইপত্র ও রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।

মেঘ বাউলের গান বইটির শুভেচ্ছা মূল্য ১৩০ টাকা। চিত্রশিল্পী সত্যজিৎ চক্রবর্তীর অঙ্কন অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন শামস নূর।

আপনার মন্তব্য