এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার পেলেন মুজিব ইরম

 প্রকাশিত: ২০১৮-১০-০৫ ২২:১৭:৫২

 আপডেট: ২০১৮-১০-০৫ ২৩:০৬:২৮

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের উপন্যাস ‘জয় বাংলা’র জন্য এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৭ পেলেন কবি মুজিব ইরম। ২০১৭ সালের বইমেলায় জয় বাংলা প্রকাশ করেছিলো বেহুলা বাংলা। প্রচ্ছদ করেছিলেন দেওয়ান আতিকুর রহমান।

পুরস্কারের ১৯তম বছরে পুরস্কারটি প্রদান করা হলো শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শিশু সাহিত্যিক ও ফোকলোর গবেষক শামসুজ্জামান খান, শিশু সাহিত্যিক আলী ইমাম, শিশু সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।

এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৭ ছাড়াও মুজিব ইরম পেয়ছেন আরও কিছু উল্লেখযোগ্য পুরস্কার। মুজিব ইরম ভনে শোনে কাব্যবান কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্প পুরস্কার ১৯৯৬। বাংলা কবিতায় সার্বিক অবদানের জন্য পেয়েছেন সংহতি সাহিত্য পদক ২০০৯, কবি দিলওয়ার সাহিত্য পুরস্কার ২০১৪। কবিবংশ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৪। শ্রীহট্টকীর্তন কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬। সম্প্রতি পেয়েছেন বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ২০১৭।

মুজিব ইরম-এর জন্ম মৌলভীবাজার জেলার নালিহুরী গ্রামে। পড়াশোনা করেছেন সিলেট, ঢাকা ও যুক্তরাজ্যে। তাঁর ১ম কাব্যগ্রন্থ মুজিব ইরম ভনে শোনে কাব্যবান প্রকাশিত হয় ১৯৯৬ সালে, বাংলা একাডেমি থেকে। এছাড়া তাঁর প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে: ইরমকথা ১৯৯৯, ইরমকথার পরের কথা ২০০১, ইতা আমি লিখে রাখি ২০০৫, উত্তরবিরহচরিত ২০০৬, সাং নালিহুরী ২০০৭, শ্রী ২০০৮, আদিপুস্তক ২০১০, লালবই ২০১১, নির্ণয় ন জানি ২০১২, কবিবংশ ২০১৪, শ্রীহট্টকীর্তন ২০১৬, চম্পূকাব্য ২০১৭, আমার নাম মুজিব ইরম আমি একটি কবিতা বলবো ২০১৮।

কবিতা ছাড়াও মুজিব ইরম কাজ করেছেন গল্পে, উপন্যাসে, শিশুসাহিত্যে। তাঁর প্রকাশিত উপন্যাস/আউটবই: বারকি ২০১১, মায়াপীর ২০০৯, বাগিচাবাজার ২০১৫। গল্পগ্রন্থ: বাওফোটা ২০১৫। শিশুসাহিত্য: এক যে ছিলো শীত ও অন্যান্য গপ ২০১৬। মুক্তিযুদ্ধের উপন্যাস: জয় বাংলা ২০১৭।

এছাড়া প্রকাশিত হয়েছে ধ্রুবপদ থেকে মুজিব ইরম প্রণীত কবিতাসংগ্রহ: ইরমসংহিতা ২০১৩, বাংলা একাডেমি থেকে নির্বাচিত কবিতার বই: ভাইবে ‘মুজিব ইরম বলে ২০১৩, এন্টিভাইরাস পাবলিকেশনস, লিভারপুল, ইংলেন্ড থেকে নির্বাচিত কবিতার বই: পয়েমস অব মুজিব ইরম ২০১৪, ধ্রুবপদ থেকে উপন্যাসসমগ্র: মুজিব ইরম প্রণীত আউটবই সংগ্রহ ২০১৬, পাঞ্জেরী থেকে: প্রেমের কবিতা ২০১৮, বেহুলা বাংলা থেকে: শ্রেষ্ঠ কবিতা ২০১৮।

আপনার মন্তব্য