গোঁসাই পাহ‌‌‍লভী'র কবিতা

 প্রকাশিত: ২০১৫-০৮-১২ ০০:৫৫:০৩

 আপডেট: ২০১৫-০৮-১২ ০০:৫৯:৩৫

সাহিত্য ডেস্ক:

সম্পর্কনামা

এইভাবে পোকারা আলোমুখি,
সমূহ গন্তব্যে
উড়ে উড়ে তাপে তপ্ত দেহ আর পুড়িয়ে ছাই করা নিজেকে
অথচ কি আশ্চর্য সোনাপোড়ালে খাঁটি হয় এইসত্য দোকানে দোকানে চিকচিক করে।

ও পোকা আমিও তোমার মতো আগুনমুখি,
আমিও সেদ্ধ হতে চাই খাঁটি হতে চাই পুড়েপুড়ে অঙ্গের ভাঁজে ভাঁজে

কলিঙ্গ রাজার কথা মনে আছে? সেরকম কিছু তো নেই কেবল এ রাজ্যে এখনও শালিক ডাকে, জীবনানন্দের শালিক। ঐ যে বকটা ওটা জীবনানন্দ হতে পারে, আবার আসিব ফিরে

আমার রাজ্যে কয়েকশ’ জীবনানন্দ আছেন। জন্মান্তর হওয়া ঘাস, বালিহাস আর উড়ালবকের আকাশ সঙ্গম।

উত্তর দক্ষিণে একটু বেশি গাঢ় অন্ধকার নেমে আসে সে কারণে, কোনও রানী নেই, অতএব রাজা হিসাবে আমার কোনও স্বীকৃতিও নেই।

আপনি কার আসন গ্রহন করিবেন ও পোকা,পাক্ষিক সময়ের ঢেউ?
সকল ভূতেই আগুন বিদ্যমান, কেবল দক্ষিণে কিছুটা ফাগুন
অদ্ভুত জেগে থাকা কেউ রাত জেগে চিঠি লেখে, ঈশ্বর বরাবর 
আমি, তুমি সে বা অন্য কেউ! হয়তো।

আপনার মন্তব্য