পোড়ামুখোদের ক্ষমা করো না

শহীদ নূর হোসেন অমর হোক

 প্রকাশিত: ২০১৯-১১-১০ ১১:৩০:০১

মাসুদ পারভেজ:

কোন মুখোশে লুকাবে ও পোড়ামুখ
যেখানে শিয়রে মৃত্যু নিয়ে ঘুরছে অগণিত মানুষ
এই রক্ত, মারণঘাতী উল্লাস
এই অধন্মের কাজকারবার:
এসবের সিঁড়ি বেয়ে আমি স্বর্গে যাবো না
জং ধরা বিবেকের উল্লাস
পড়ে আছে আমার ভাইয়ের আহত লাশ
বি-স্বাদের জিভে আজ জলের আকাল
এতে কার জয় ঘোষণা করছ তোমরা?
জেনে রেখো,
চেয়েছি বিশুদ্ধ সমাজ
যেথায় থাকবে না থমথমে আওয়াজ
ও থালার অন্ন কেড়ে নিয়ে ও ঘর পুড়িয়ে কার লাভ
তুমিও মানুষ আমিও কি নই?

আমি রাজার-নীতিফীতি বুঝি না
এই দামামা থামাও
অর্গল ভেঙে পৌঁছিয়ে দাও আরামকেদারায়
যারা ভালো আছে আর যারা ভালোথাকার অভিনয় করে যাচ্ছে তাদের মোটাকানে
চিৎকারে, গগনবিদারী আওয়াজে;
বলি, এ সময় লড়াইয়ের।

আপনার মন্তব্য