তুমি রবে কলহাস্যে

 প্রকাশিত: ২০১৯-১১-১৭ ১০:৩৩:৫৮

মাসুদ পারভেজ:

হঠাৎ বেখেয়ালে মনে হল কেমন আছে অবণী
শেষবারের দ্যাখায় যেমন দেখেছিলাম ঠিক কি তেমনি
এখনও কি চোখ ভাসায় বিরহের নোনা জলে
নাকি আছে আনন্দে-উৎফুল্লে,
কেমন আছে সে?
আচ্ছা, তার কি মনে আছে
একবার বৃষ্টিতে ভিজে আমরা চলে গিয়েছিলাম সুদূরে
নাগরিক কোলাহল এড়িয়ে গহীন অরণ্যবেষ্টিত বনে
প্রজাপতি ডানায় ভর করেছিল চিত্রাহরিণের চক্ষু
যেখানে বৃক্ষরাজি আশৈশব খেলায় মেতে উঠেছে
দিগন্ত যেখানে জুড়িয়ে নে:
সেখানেই আমরা ছুঁয়ে দিয়েছিলাম জীবনকে
আর যাবতীয় যন্ত্রণা গচ্ছিত রেখে
আমরা পত্রপাঠ নিয়েছিলাম নিঃসংশয় জীবনের

আজ গোধূলীলগ্নে আবারও অবণীর ঢেরায়
বহুকালব্যাপী ভ্রমণের শেষাংশে;
জীবন- মৃত্যুর যুগপৎ সন্ধিক্ষণে উপনীত হয়ে:
অবণী, তোমার জন্য নিরন্তর শুভ কামনা।
ভালো থেকো।

আপনার মন্তব্য