বাংলা একাডেমির ৪ পুরস্কার ঘোষণা

 প্রকাশিত: ২০১৯-১২-০২ ২৩:৩৯:৪৮

 আপডেট: ২০১৯-১২-০২ ২৩:৪১:৪৬

সিলেটটুডে ডেস্ক:

বাংলা একাডেমি পরিচালিত বিশিষ্ট ব্যক্তিদের নামে চারটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার ঘোষণার তথ্য জানানো হয়েছে।

এগুলো হলো- মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন কবি মহাদেব সাহা। কথাসাহিত্যিক পাপড়ি রহমান ভূষিত হয়েছেন সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে। মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্যকে। নিসর্গ আখ্যান গ্রন্থের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পেয়েছেন মোকারম হোসেন।

আগামী ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

আপনার মন্তব্য