ডেস্ক রিপোর্টঃ

২৯ ডিসেম্বর, ২০১৪ ০২:১৭

পাইপে পড়ার দুই ঘণ্টা পরেই জিহাদ মারা যায়

লাশ গ্রামের বাড়ি শরীয়তপুরের নাগরপাড়ায় দাফন

পাম্পের পাইপে পড়ার দুই ঘণ্টা পরেই জিহাদ মারা যায়। মাথায় আঘাত লেগে ও পানিতে ডুবে শিশু জিহাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক হাবিবুজ্জামান চৌধুরী । রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিহাদের ময়নাতদন্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।





ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে জিহাদের ময়নাতদন্ত শুরু হয়। পৌনে ১০টার দিকে তা শেষ হয়।  ময়নাতদন্ত শেষে জিহাদের লাশ গ্রামের বাড়ি শরীয়তপুরে নিয়ে যাওয়া হয়।



এদিকে নিহত শিশু জিহাদের পরিবাবারের সদস্যরা জানান, সময় স্বল্পতার কারণে তারা জিহাদের মরদেহ শাহজাহানপুরে নিয়ে যাবেন না। তার লাশ সরাসরি গ্রামের বাড়ি শরীয়তপুরের নাগরপাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন হবে।


অ্যাম্বুলেন্সের ভেতরে শিশু জিহাদের কফিন জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তার বাবা নাসির উদ্দিন।

উল্লেখ্য, গত শনিবার বেলা ৩টার দিকে জিহাদকে উদ্ধার করে সেচ্ছাসেবীরা। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক জানান, অনেক আগেই সে মারা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত