সিলেটটুডে ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৫ ০২:২৩

স্বর্ণের দাম বাড়ল ভরিতে দেড় হাজার টাকা

স্বর্ণের মূল্য ভরিপ্রতি দেড় হাজার টাকা বেড়েছে। শনিবার থেকে এ মূল্য কার্যকর বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ও ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ৪৩ হাজার ৭৪০ ও ৪১ হাজার ৬৪০ টাকায়। শুক্রবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল যথাক্রমে ৪২ হাজার ২২৪ ও ৪০ হাজার ১২৪ টাকা। এ হিসাবে উভয় ক্ষেত্রেই ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণের দামও প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা। এ মানের স্বর্ণ বর্তমানে ৩৪ হাজার ৯৯২ টাকায় বিক্রি হচ্ছে। আগে এর দাম ছিল প্রতি ভরি ৩৩ হাজার ৪৭৬ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ২২ হাজার ৫৭০ টাকার বদলে নতুন দাম অনুযায়ী ২৩ হাজার ৯১১ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৩৪১ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। এখন প্রতি ভরি রুপার দাম ৯৯১ দশমিক ৪৪ টাকা। এক্ষেত্রে ভরিতে ৫৮ দশমিক ৩২ টাকা বেড়েছে।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান বলেন, আন্তর্জাতিক বাজারে গত এক মাসে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণের দাম ৭০-৮০ ডলার পর্যন্ত বেড়েছে। তাই দেশের বাজারে দাম বাড়ানো হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছিল। আন্তর্জাতিক দরপতনের কারণে সর্বশেষ গত ২৩ আগস্ট জুয়েলার্স সমিতি প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণে ১ হাজার ৫১৬ ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ১ হাজার ২২৪ টাকা বৃদ্ধি করে। তারও আগে গত ৬ আগস্ট স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৪ টাকা কমায় সমিতি।

গোল্ড প্রাইস ডট ওআরজির তথ্য অনুসারে, ডলারের হিসাবে আন্তর্জাতিক বাজারে গত একদিনে স্বর্ণের মূল্য কমেছে দশমিক ৬ শতাংশ। আর এক মাসের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। ছয় মাস হিসাবে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ২০ শতাংশ। এক বছরের ব্যবধানে কমেছে ৪ দশমিক ৫৯ শতাংশ এবং পাঁচ বছরে স্বর্ণের দাম কমেছে ১৩ দশমিক ৬৮ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত