নিউজ ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৫ ১৫:০৬

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন বাতিল চেয়ে আইনি নোটিশ

লীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্ত বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। আজ রোববার ১৮ অক্টোবর সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইউনুচ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

২৪ ঘণ্টার মধ্যে নোটিশ অনুযায়ী ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান এ আইনজীবী। 

এদিকে গত সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার নির্বাচগুলো দলীয়ভাবে সম্পন্ন করার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এক্ষেত্রে পৌরসভা নির্বাচনের আইনটির সংশোধন, সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশের মাধ্যমে করার পরিকল্পনা চলছে। কেননা, স্থানীয় সরকারের নির্বাচনটি আগামী ডিসেম্বরে সম্পন্ন হবে। তাই অন্য নির্বাচগুলোর আইন পরবর্তীতে সংশোধন করা হতে পারে।
 
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা যায়, আগামী ডিসেম্বরে ২৪৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সারাদেশে পৌরসভার সংখ্যা ৩২৩টি। তাই অবশিষ্টগুলোর নির্বাচন মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে সম্পন্ন হবে।

উল্লেখ্য, ইউপি নির্বাচনের প্রথম ধাপ আগামী বছরের ২৯ মার্চের মধ্যে শুরু করতে হবে। দেশে সাড়ে ৪ হাজারের বেশি ইউপি রয়েছে। জেলা পরিষদ গঠন হলেও এ নির্বাচনের বিধিমালা এখনো করা হয়নি। তাই নির্বাচন নির্ভর করছে সরকারের ইচ্ছার ওপর।

অন্যদিকে ২০১৬ সালের মাঝমাঝি নারায়ণগঞ্জ ও এরপর কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন রয়েছে।

উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের শুরুর দিকে।

আপনার মন্তব্য

আলোচিত