নিউজ ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৫ ২১:৩৫

৫০০ বছরের পুরোনো ঢাক-ঢোলের হাট

বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে চলছে তিনদিনব্যাপী এক ঢাকঢোলের হাট। স্থানীয়রা জানান, প্রায় ৫০০ বছরের পুরোনো এই হাটটি।

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উৎসবের অন্যতম অনুসঙ্গ হলো ঢাকের বাজনা। তাই দুর্গাপূজার সময়টাতেই এই হাট বসে।

হাটে প্রতি বছর বিভিন্ন জেলা থেকে পূজা আয়োজনকারীরা আসেন ঢাকি ও অন্যান্য বাদ্যযন্ত্রী ভাড়া করতে।

নানা জেলা থেকে জড়ো হন ঢাকিরাও।

পূজার পাঁচদিন ধরে দিন-রাত সেখানে শোনা যায় ঢাকের বাজনা।

কটিয়াদি উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার সাহা জানান, লোকশ্রুতি অনুযায়ী এ মেলার ইতিহাস অন্তত পাঁচশো বছরের পুরনো।

ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে পূজার আয়োজনের জন্য সেরা ঢাকির খোঁজ করতে গিয়ে বিক্রমপুর পরগনার প্রসিদ্ধ সব ঢাকিকে আমন্ত্রণ জানান।

তারপর সবার বাজনা শুনে বেছে নেন সেরা দলটিকে। সেই সময় থেকে ঢাক-ঢোলের হাটের শুরু।

এ হাটে হাটে ঘুরে ঘুরে বাদকদের বাজনা পরখ করে দেখেন পূজা আয়োজনকারীরা। ঢাকীদের বাজনা পছন্দ হলে আর দরদামে মিল হলে এখান থেকেই পূজামণ্ডপে বাজানোর জন্য ঢাকি নিয়ে যান।

আপনার মন্তব্য

আলোচিত