নিউজ ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০১৪ ১৫:৪৬

আজহারের রায়ে সিলেট গণজাগরণের আনন্দ মিছিল

 

মানবতা বিরোধী অপরাধের মামলায় যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের রায়ে সন্তোষ জানিয়ে নগরীতে আনন্দ মিছিল করেছে সিলেট গণজাগরণ মঞ্চ। 



সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিল জিন্দাবাজার প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয় । মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, শুধু রায় দিলেই চলবে না, রায়ের বাস্তবায়ন করতে হবে।



বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধি কামারুজ্জামানসহ দণ্ডপ্রাপ্ত সব রাজাকারের শাস্তি কার্যকরের দাবি জানিয়ে বলেন একই সাথে বিচারিক কার্যক্রমের দীর্ঘসূত্রিতা দূর করতে হবে। তারা রাজাকার সাইদির রায়ের বিরুদ্ধে রিভিউয়ের জন্যে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।  



সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 



মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এ রায় ঘোষণা দেন।



এর আগে বেলা ১১টা ১৪ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক ১৫৮ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন।


জামায়াতের অন্যতম এ শীর্ষ নেতার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় শুনতে উদগ্রীব হয়ে ছিল জাতি।


রায় পড়া শুরুর আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম তার ভূমিকায় বলেন, ‘আজ আমরা এটিএম আজহারুল ইসলামের রায় ঘোষণা করব। রায়ের বিরুদ্ধে সহিংস কর্মসূচি আমরা আশা করি না। বিশেষ রায় হওয়ার ক্ষেত্রে বিচারপতির ওপর কোনো মানসিক চাপ প্রয়োগ করা উচিত উচিৎ নয়।

 


মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।


মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এ রায় ঘোষণা দেন।


এর আগে বেলা ১১টা ১৪ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক ১৫৮ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন।


জামায়াতের অন্যতম এ শীর্ষ নেতার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় শুনতে উদগ্রীব হয়ে ছিল জাতি।


রায় পড়া শুরুর আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম তার ভূমিকায় বলেন, ‘আজ আমরা এটিএম আজহারুল ইসলামের রায় ঘোষণা করব। রায়ের বিরুদ্ধে সহিংস কর্মসূচি আমরা আশা করি না। বিশেষ রায় হওয়ার ক্ষেত্রে বিচারপতির ওপর কোনো মানসিক চাপ প্রয়োগ করা উচিত উচিৎ ।

 



আপনার মন্তব্য

আলোচিত