সিলেটটুডে ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৬ ১৭:৪০

গোলাম আযমের মতো সিইসিরও বিচার হবে: কর্নেল অলি

সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে মানুষের ভোটাধিকার ও মানবাধিকার হরণের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের ট্রায়াল (বিচার) হবে বলে মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ।

রোববার সকালে চট্টগ্রাম নগরীর লালদিঘি পাড়ের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. অলি আহমদ বলেন, ‘নির্বাচন কমিশন বলছে পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, এটি তারা সত্য বলেছে। কারণ ফজরের নামাজের পরই ভোট শেষ হয়েছে। তাই ভোট কেন্দ্রে আর সমস্যা হয়নি। কোথাও সকাল আটটার আগে আবার কোথাও জোহর নামাজের আগে পরে সিল মারা ব্যালেট পেপার দিয়ে ব্যালেট বাক্স ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘এমন নির্বাচনের জন্য দায়ী বর্তমান সিইসি। মানবতা বিরোধী অপরাধের দায়ে যেমন গোলাম আজমের ট্রায়াল হয়েছে, তেমনি মানবাধিকার হরণের দায়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদেরও একদিন ট্রায়াল হবে ।’

তিনি বলেন, ‘বর্তমান সিইসি শুধু মেরুদন্ডহীন নয়, তার সাথে যে কারো তুলনা করবো এমন কাউকেই খোঁজে পাচ্ছি না। তিনি শুধুমাত্র চাকরি, গাড়ি-বাড়ি, টাকার লোভে বাংলাদেশকে হুমকির মধ্যে রেখেছেন। তিনি ভোটের পরিবেশ নষ্ট করেছেন। মানুষের ভোটাধিকার হরণ করেছেন। প্রিসাইডিং অফিসারদের নৈতিক অবক্ষয় হয়েছে। তারা শুধু চাকরি বাঁচানোর জন্য এ অন্যায় করে যাচ্ছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা এলডিপির সভাপতি নুরুল আলম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট কপিল উদ্দিন, আনোয়ার হোসেন লিপু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত