নিউজ ডেস্ক

০৬ জানুয়ারি, ২০১৬ ১০:৫৭

রায়ে গণজাগরন মঞ্চের সন্তোষ প্রকাশ

আপিলে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।

আপিলে রায় প্রকাশ হওয়ার পর গণজাগরণ মঞ্চের কর্মীরা উল্লাস প্রকাশ করে। এসময় তারা নানা শ্লোগান দেয়। এর আগে বুধবার সকাল ৮টার দিকে মঞ্চের মুখপাত্র ডা ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগে অবস্থান নেন তারা। গানসহ নিজামীর ফাঁসির রায় বহালের দাবিতে নানা স্লোগানও দেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

এসময় ইমরান এইচ সরকার বলেন, নিজামী অনেক বড় অপরাধী। তাই তার ফাঁসির আদেশ বহালের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির এক বিরাট জয় হলো। এখন রিভিউ-এর শুনানি শেষ করে দ্রুত এ ফাঁসির রায় কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থানের ধারাবাহিকতায় পাকিস্তান আমাদের কূটনীতিক বহিষ্কারের কথা বলে ধৃষ্টতা দেখিয়েছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের কূটনীতিককে এ দেশ থেকে বহিষ্কার করে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে। একই সঙ্গে পাকিস্তান দূতাবাসে তালা লাগিয়ে দিতে হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত