নিউজ ডেস্ক

০৬ জানুয়ারি, ২০১৬ ১১:০২

রাষ্ট্রপক্ষের ‘স্বস্তি’

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় উচ্চ আদালতেও বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার সকালে বহু প্রত্যাশিত এই রায়ের পর আদালত চত্বরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “রায়ে প্রত্যাশা পূরণ হয়েছে। চরম দণ্ড দেওয়া হয়েছে। স্বস্তি অনুভব করছি।”

বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই যুদ্ধাপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া প্রাণদণ্ডের রায়ই বহাল রাখে।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে চারদলীয় জোট সরকারের মন্ত্রী জামায়াত আমির নিজামীর এই ফাঁসির রায় আসে।

২০১০ সালে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর ট্রাইব্যুনালে দণ্ডিতদের মধ্যে নিজামী হলেন ষষ্ঠ ব্যক্তি, আপিল বিভাগে যার মামলার নিষ্পত্তি হল।

আপনার মন্তব্য

আলোচিত