নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০১৬ ১৫:৫৫

মামলাজট কমাতে আইনজীবিদের আরো ত্যাগ স্বীকার করতে হবে : প্রধান বিচারপতি

দেশে মামলাজট কমাতে ও বিচার প্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবিদের আরোও ত্যাগ স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আজ (বুধবার) দুপুরে সিলেট আদালতে ‘ডিজিটাল উইটনেস ডিপোজিশন সিস্টেম’র উদ্বোধন কালে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এসময় তিনি বলেন, দেশে ৩০ লক্ষ মামলা জট রয়েছে। এসব মামলা জট কমাতে বিচার বিভাগ সংশ্লিষ্ট সকলের ‘ওয়ার্কিং আওয়ার’ বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে তিনি নিজে সুপ্রীম কোর্টে ৮৪ দিন ছুটি কমানোর দাবী তুলেছেন বলে জানান।

এ সমস্যা নিরসনে প্রযুক্তিগত উন্নয়নের পাশপাশি আইনজীবিদের ছুটি কমানো ও কর্মঘন্টা বাড়ানোর পরামর্শ দেন প্রধান বিচারপতি।

তাছাড়া, দেশে অনেক মামলা 'ফাইলবন্দী' হয়ে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর জন্য আইনজীবিরা কিছুটা হলেও দায়ী।

অনুষ্ঠানে অরো বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রীম কোর্টের আপিলেট ডিভিশনের বিচারপতি মো. ইমান আলী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও জেলা বারের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত