সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৬ ০১:৩৯

জুলহাসের খুনিদের গ্রেপ্তার করুন, সরকারকে মার্কিন রাষ্ট্রদূত

ঢাকাস্থ মার্কিন  দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর বন্ধু তনয় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
 
সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় হত্যাকাণ্ডের কয়েকঘণ্টার পরই যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানানো হয়। জুলহাস ড্যান মজিনার দায়িত্বকালীন সময়ে তাঁর প্রটোকল অফিসার ছিলেন।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা ইউএসএআইডি’র কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।

বিবৃতিতে মার্শা বার্নিকাট বলেন,  জুলহাস মান্নান ও আরও এক তরুণ বাংলাদেশির নৃশংস হত্যাকাণ্ডে আমি মর্মাহত। জুলহাস আমাদের সহকর্মী থেকেও বেশি কিছু ছিলেন। তিনি একজন প্রিয় বন্ধু ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, এ হত্যাকাণ্ডে জুলহাস এবং অপর নিহত ও আহতদের জন্য আমাদের প্রার্থনা থাকবে। আমরা এ আক্রমণকে ঘৃণা জানাই।

এ হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে বাংলাদেশ সরকারের প্রতি জোর আহ্বানও জানান রাষ্ট্রদূত।

সোমবার সন্ধ্যার কিছু আগে কলাবাগানের লেগ সার্কাসে নিজ বাসায় বন্ধু তনয়সহ নিহত হন তিনি। জুলহাস 'রুপবান' নামে এক ম্যাগাজিন পত্রিকার সম্পাদক ছিলেন যা সমকামী ও তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে কাজ করত।
প্রত্যক্ষদর্শী সূত্রা জানা যায়, খুনিরা তাদের খুন করে চলে যাওয়ার সময় 'আল্লহু আকবর' বলে চলে যায়। এর আগে ঘটে যাওয়া ব্লগার, প্রকাশক ও অধ্যাপক হত্যার সাথে এই হত্যারও মিল রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত