সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৬ ১৪:১২

অধ্যাপক রেজাউল হত্যা: এবার ইমাম ও মাদ্রাসা শিক্ষক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

এর আগে ইসলামী ছাত্র শিবিরের নগরীর এক ওয়ার্ড নেতাকে আটক করা হয়। এই নিয়ে এই ঘটনায় মোট তিনজনকে আটক করা হল।

জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ভোরে বাড়িতে অভিযান চালিয়ে এক ইমাম ও মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।

আটককৃতরা হলেন দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী (৩২) ও গোপালপুর মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমান (৪৮)।

রায়হানের বাড়ি বাগমারার তালঘরিয়া ও মুনসুরের বাড়ি একই উপজেলার খাজাপাড়া গ্রামে।

গত শনিবার (২৩ এপ্রিল) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে (৫৮) নিজ বাসার অদূরে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। এই ঘটনায়ও ইসলামিক স্টেটের দায় স্বীকারের বার্তা দেয় সাইট। আত-তামকিন নামক এক ওয়েবসাইটে "দাওলাতুল ইসলাম" নামক এক সংগঠনের বরাত দিয়ে বলা হয় অধ্যাপক রেজাউল নিরিশ্বরবাদের দিকে আহবান করতেন বলে তাকে হত্যা করেছে মুজাহিদরা।  
 

আপনার মন্তব্য

আলোচিত