সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০১৬ ১৫:১৪

জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা, সবাই মিলে রুখতে হবে: বার্নিকাট

ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন বার্নিকাট পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু ও নাটোরের খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
সোমবার বেলা ১১টায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বার্নিকাট বলেছেন, রোববারের নিহত মিতু ও সুনীলকে সহিংস চরমপন্থার সর্বশেষ শিকার । জঙ্গিবাদ ও চরমপন্থা একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ্য করে তিনি বলেছেন এই সমস্যা প্রতিরোধে সবাই মিলে কাজ করতে হবে।

উল্লেখ্য, রোববার (৫ জুন) সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে ছুরিকাঘাত করে ও গুলি করে হত্যা করা হয় পুলিশ সুপার বুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে। একইদিন নাটোরের বনপাড়ায় হত্যা করা হয় সুনিল গোমেজ নামে এক খ্রিষ্টান ব্যবসায়ীকে। সুনীল গোমেজকে হত্যার দায় স্বীকার করে আইএসের নামে বিবৃতির খবরও বের হয়।

আপনার মন্তব্য

আলোচিত