সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০১৬ ১৫:২০

যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে ২৫ মিলিয়ন ডলার খরচ করেছিলেন মীর কাসেম

যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে বিপুল সম্পদের মালিক জামায়াত নেতা মীর কাসেম আলী বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছেন এবং দেশে বিদেশে লবিস্ট নিয়োগ করেছিলেন। বিচার বন্ধে লবিস্ট নিয়োগে ২৫ মিলিয়ন ডলার খরচ করেছিলেন তিনি।

লবিস্ট ফার্মের রশিদ বিচেনায় নিয়ে রায়ে আদালত এমন কথা উল্লেখ করেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন তিনি।

মাহবুবে আলম বলেন, আদালত মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে দেওয়া রায়টি প্রকাশ করেছেন। আদালত মামলা পরিচালনার ক্ষেত্রে প্রসিকিউটরদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, লবিস্ট নিয়োগের বিষয়ে শুনানির সময় একটি কাগজ দাখিল করেছিলাম। আদালত বলেছেন বিচারবন্ধে ২৫ মিলিয়ন ডলার খরচ করেছেন কি করেননি সেটা প্রমাণ সাপেক্ষ। তবে লবিস্টদের দেওয়া রশিদ বিবেচনায় নিয়ে বলেছেন মীর কাসেম আলী খুবই প্রভাবশালী ব্যক্তি এবং বিচারকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত