সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০১৬ ১৫:৪৮

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনালে

যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর অর্থের যোগানদাতা ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  

এর ভিত্তিতে মৃত্যু পরোয়ানা জারি করে পূর্ণাঙ্গ রায়সহ কারাগারে পাঠাবেন ট্রাইব্যুনাল। সেখানে মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা ও রায় পড়ে শোনানো হবে। 

সোমবার (০৬ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে ট্রাইব্যুনালে পৌঁছে মীর কাসেমের আপিল মামলার পূর্ণাঙ্গ রায়।   

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ২৪৪ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে রায়ে স্বাক্ষর করেন রায় প্রদানকারী প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। 

উল্লেখ্য, ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দুই অভিযোগে মীর কাসেমের মৃত্যুদণ্ড এবং আট অভিযোগে সব মিলিয়ে ৭২ বছরের কারাদণ্ড হয়েছিল।

আর চলতি বছর ৮ মার্চ আপিলের রায়ে মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদকে খুনের দায়ে এক অভিযোগে এই জামায়াত নেতার  মৃত্যুদণ্ড এবং আরও ছয়টি অভিযোগে ৫৮ বছর কারাদণ্ডের সাজা বহাল রাখা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত