সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০১৬ ১৫:০৫

পুরুষদের থেকে নারীদের গড় আয়ু আরও বেড়েছে

এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের সার্বিক গড় আয়ু দুই মাস বেড়েছে। এক বছরে পুরুষদের গড় আয়ু বেড়েছে ৩ মাস এবং মহিলাদের ৪ মাস। বর্তমান পুরুষের গড় আয়ু ৬৯ বছর ৪ মাস ও নারীদের গড় আয়ু ৭২ বছরে দাঁড়িয়েছে।

২০১৪ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস। এক বছর পর ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ৭০ বছর ৯ মাস।

বুধবার (২২ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বিগত বছরের এই তথ্য তোলে ধরা হয়।

এতে বলা হয়, বাংলাদেশে পুরুষদের তুলনায় নারীদের গড় আয়ু বেশি। ২০১৫ সালে পুরুষদের গড় আয়ু ৬৯ বছর ৪ মাস। পক্ষান্তরে একই সময়ে নারীদের গড় আয়ু ৭২ বছর। ২০১৪ সালে পুরুষ ও মহিলাদের গড় আয়ু ছিল যথাক্রমে ৬৯ বছর ১ মাস ও ৭১ বছর ৬ মাস।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে এই পরিসংখ্যান প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত