নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০১৬ ০৩:২৫

ম্যালেরিয়ার আক্রান্ত হয়ে একাত্তর টিভির চিত্রগ্রাহকের মৃত্যু

পাহাড়ে খাদ্য সংকট নিয়ে রিপোর্ট করতে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হন রিপন

পাহাড়ে খাদ্য সংকট নিয়ে রিপোর্ট করতে গিয়ে ম্যালেরিয়া আক্রান্ত চিত্রগ্রাহক আলি হোসেন রিপন (৩০) মারা গেছেন। বুধবার মধ্যরাতে পি.জি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, ক'দিন আগেই বান্দরবানের থানচি'র বড়মোদকে খাদ্যসংকট নিয়ে ধারাবাহিক রিপোর্ট করতে যান একাত্তর টেলিভিশনের চিত্রগ্রাহক আলী হোসেন রিপন ও সিনিয়র রিপোর্টার হোসেন সোহেল।

সেখান থেকে ফিরে এসে দু'জনেই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হন।

এর মধ্যে আলী হোসেন রিপনের শারীরিক অবস্থা বেশি সংকটাপন্ন হলে তাকে বুধবার সন্ধ্যায় পি.জি হাসপাতালের আইসিইউ'তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে তাঁর মৃত্যু হয়।

সহকর্মীরা জানান, আলী হোসেন রিপনের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলে তিনি। সম্প্রতি তাঁর বিয়েও ঠিক হয়। ঈদের পরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো রিপনের।

তরুন এই সংবাদকর্মীর মৃত্যুর খবরে মিডিয়াপাড়ায় শোকের ছায়া নেমে আসে। ইতিমধ্যে তাঁর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন একাত্তর টিভির কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

এদিকে, রিপোর্টার হোসেন সোহেলও একই হাসপাতালে ভর্তি রয়েছেন।

একাত্তর টিভি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্রদ্ধা জানাতে রিপনের মরদেহ কর্মস্থল একাত্তর টিভি'র কার্যালয়ে নেয়া হবে। সেখানে জানাজা শেষে কেরানীগঞ্জে লাশ দাফনের কথা রয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত