সিলেটটুডে ডেস্ক

০২ জুলাই, ২০১৬ ০৩:১০

গুলশান অভিযানে উদ্ধার ২

গুলশানের হলি আর্টিসান বেকারির পাশের বাড়ি থেকে আটকে পড়া দুই জনকে উদ্ধার করে এনেছে সোয়াট টিম।

উদ্ধারকৃত দুই জন রেস্টুরেন্টের স্প্যানিশ শেফ ডিয়াগো ও বাংলাদেশি ইলেকট্রিশিয়ান বেলাল হোসেন। দুজনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

বাহিনীর ৮ সদস্যের একটি দল বুলেট প্রুফ ঢাল’র সহায়তা নিয়ে ওই বাড়িতে ঢুকে দুই দফায় দুই জনকে উদ্ধার করে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার পর এ উদ্ধার অভিযান চালানো হয়। 

রাত ঠিক আড়াইটায় সোয়াট বাহিনীর সদস্যরা ভেতরের দিকে এগিয়ে যান। তারা একজন সামনে একজন পিছনে, আর সামনে দুজন এভাবে চতুর্মুখী দৃষ্টি রেখে এগুতে থাকেন।

উদ্ধার হওয়া দুই জনই হামলার ঠিক পরপরই রেস্টুরেন্টের লাগোয়া বাড়িটিতে ঢূকে লুকিয়ে থাকেন।

সেনাবাহিনীর ইউনিট, নেভির ৩০ সদস্যের কমান্ডো টিম, সিআইডির ক্রাইম সিনের আট সদস্যের টিম, সোয়াট, র‍্যাব ও পুলিশ সদস্যর‍া রয়েছেন এই জিম্মি উদ্ধার অভিযানে। 

আপনার মন্তব্য

আলোচিত