সিলেটটুডে ডেস্ক

০২ জুলাই, ২০১৬ ০৮:৩১

বিকট শব্দ থেমেছে, ভবনটির দিকে এগিয়েছে ফায়ার ব্রিগেড

সকাল সোয়া ৮টার দিকে ফায়ার ব্রিগেডের সদস্যদের ভেতরে ঢুকতে দেখা যায়

সকাল সোয়া আটটার দিকে ভারী গুলির শব্দ থেমেছে। এর পরই ভবনটির দিকে এগিয়েছে ফায়ার ব্রিগেড।

ধারনা করা হচ্ছে, গুলশানের হলি বেকারির জিম্মি দশা এখন অবসানের পথে। সেখানে সেনাবাহিনীর কমান্ডোরা অভিযান চালাতে শুরু করলে প্রায় ২০-২৫ মিনিট পর গুলির শব্দ থামে।

অভিযান চলাকালে ভেবর থেকে নারী শিশুর তীব্র আর্তনাদের মতো কান্না ভেসে আসছিলো।

সকাল সোয়া ৮টার দিকে ফায়ার ব্রিগেডের সদস্যদের ভেতরে ঢুকতে দেখা যায়।

প্রথমেই অক্ষত অবস্থায় বের করে আনা হয় কয়েকজন নারী ও শিশুকে।

এরপর একাধিক আহত ব্যক্তিকে বের করে আনতে দেখা যায়।

সকাল ৮টা ২০ মিনিটে র‌্যাবের একটি অ্যাম্বুলেন্স বাইরে বের হয়ে যেতে দেখা যায়।

আপনার মন্তব্য

আলোচিত