সিলেটটুডে ডেস্ক

০২ জুলাই, ২০১৬ ০৮:৪৭

আহত দু'জনের অবস্থা আশঙ্কাজনক

গুলশানের রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। এরা হলেন পুলিশের সদস্য সুজন কুমার এবং ওই রেস্তোরাঁর ওয়েটার জাকিউর। তারা দুজনসহ এ ঘটনায় আহত ২৪ জন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অন্তত ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন আছেন বলে ধারণা করা হচ্ছে।

ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলার কিছুক্ষণ পর পুলিশের অগ্রগামী দলের দুই কর্মকর্তা জঙ্গিদের গুলি ও বোমায় নিহত হন। আহত হন অন্তত ৪০ জন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।

গুলশানের ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা যায়, ওই হাসপাতালে মোট ৩৬ জন আহত ব্যক্তিকে নেওয়া হয়েছিল। এর মধ্যে দুজন মারা গেছেন। এখন ভর্তি আছেন ২৪ জন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত