সিলেটটুডে ডেস্ক

০২ জুলাই, ২০১৬ ১৭:১৩

গুলশান হামলায় গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা নিহত

ইশরাত আখন্দ (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জিম্মিদের মধ্যে থাকা দুই বাংলাদেশির মৃত্যুর খবর দিয়েছে তাদের পরিবার।

এর মধ্যে একজন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ হোসেন এবং অন্যজন ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ।

শনিবার সকালে জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানের পর দুপুরে আইএসপিআরের সংবাদ সম্মেলনে শুধু ২০ জন বিদেশির মৃত্যুর তথ্যই জানানো হয়। 

তবে ফারাজ ও ইশরাতের পরিবার দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। লতিফুর রহমানের মেয়ে সিমিন হোসেনের দুই ছেলের মধ্যে ফারাজ সবার ছোট।

ট্রান্সকম কনজ্যুমার প্রডাক্টসের বিপণন কর্মকর্তা সৈয়দ মাহমুদ তাহনুন ইশতিয়াক রিয়াদ বলেন, দুই ভাইয়ের মধ্যে ফারাজ ছিল ছোট। ফারাজ ট্রান্সকম গ্রুপে শিক্ষানবিশ হিসেবে কাজও করেছিল। শুক্রবার রাতে নিজে গাড়ি চালিয়ে গুলশানের ওই ক্যাফেতে ফারাজ গিয়েছিলেন বলে জানান রিয়াদ।

ডেএক্সওয়াই ইন্টারন্যাশনালের মানবসম্পদ বিভাগের (এইচআর) পরিচালক ইশরাত ইনস্টিটিউট অফ এশিয়ান ক্রিয়েটিভসে ছিলেন। তিনি গ্রামীণফোন ও ওয়েস্টিন হোটেলেও কাজ করেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত