সিলেটটুডে ডেস্ক

০৩ জুলাই, ২০১৬ ১২:৪২

গুলশান হামলা মামলার সিদ্ধান্ত এখনও হয়নি

এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় । কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি মামলা দায়েরের বিষয়ে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন রবিবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় পুলিশের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনার পর পরবর্তি পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সালাউদ্দিন।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি ও এর দোতলায় অবস্থিত ও কিচেন রেস্টুরেন্টে ৭ জন জঙ্গি সদস্য প্রবেশ করে। তাদের হাতে ছিল পিস্তল ও কাঁধে কালো ব্যাগ। 'আল্লাহু আকবর' আওয়াজ তুলে হামলা চালিয়ে তারা রেস্টুরেন্টে ঢুকে পড়ে দেশি-বিদেশি প্রায় ৪০ নাগরিককে জিম্মি করে।

এ ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা, ৬ জঙ্গি এবং ২০ বিদেশি জিম্মি সহ সর্বমোট ২৮ জন নিহত হন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে আইএসপিআর।

আপনার মন্তব্য

আলোচিত