অনলাইন ডেস্ক

০৩ জুলাই, ২০১৬ ২০:০২

ফেইসবুকে মিলছে আরো ২ হামলাকারীর পরিচয়

গুলশান ক্যাফেতে ‘হামলাকারী’ হিসেবে সাইট ইন্টেলিজেন্স যে পাঁচজনের ছবি প্রকাশ করেছে তাদের মধ্যে আরো দু'জনের পারিবারিক তথ্য পাওয়া গেছে ফেসবুকে। এ নিয়ে মোট তিন 'হামলাকারীর' পারিবারিক পরিচয় মিললো।

পরিচয় পাওয়াদের একজন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নিব্রাস ইসলাম। সহপাঠীরা তার ছবি ও পরিচয় নিশ্চিত করেছেন।

আরেকজন, মীর সাবিহ মুবাশ্বের স্কলাসটিকার ছাত্র। তার পরিচয় প্রকাশ করেছেন এক প্রবাসী। এ লেভেল পরীক্ষার আগে গত মার্চে মুবাশ্বের নিখোঁজ হন বলে তার এক সহপাঠীর বরাত দিয়ে জানিয়েছেন এই প্রবাসী। স্কলাসটিকার ছাত্র মীর সাবিহ মুবাশ্বের এ লেভেল পরীক্ষার আগে গত মার্চ থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তার এক সহপাঠী।

অপরদিকে আরেক হামলাকারী রোহান ইমতিয়াজের পরিচয় প্রসঙ্গে ইতিপূর্বে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমে একটি খবর প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোহান ইমতিয়াজ স্কলাসটিকার সাবেক ছাত্র। রোহানের বাবা ইমতিয়াজ খান বাবুল ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল।

তবে, হামলায় জড়িত দাবি করে সাইট ইন্টিলিজেন্স যে পাঁচজনের ছবি প্রকাশ করেছে সেগুলোর সত্যতা বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত