সিলেটটুডে ডেস্ক

০৪ জুলাই, ২০১৬ ০৯:৫৬

কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও স্টিমারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন।

সোমবার ভোরে নদীর চরবাড়িয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিআইডব্লিউটিএ বরিশাল নৌনিরাপত্তা বিভাগ জানায়, রোববার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা সুরভী-৭ লঞ্চটি বরিশাল নৌবন্দরে যাত্রী নামিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বরিশাল নৌবন্দর থেকে ছয় কিলোমিটার দূরে কীতনখোলা নদীর চরবাড়িয়া এলাকায় ঢাকা থেকে আসা পিএস মাসুদ স্টীমারের ওপর নৌসতর্ক সংকেত না মেনে সজোরে আছড়ে পরে।

এ ঘটনায় পিএস মাসুদের বাম পাশের প্যাডেল (পাখা) ভেঙে কেবিনের মধ্যে ঢুকে যায়। এ ঘটনায় ৫ জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। কেবিনে থাকা নিহত চার যাত্রীকে স্টীল কেটে বের করা হয়েছে। অন্যজন ধাক্কায় মারা গেছে।

এ ছাড়া আহত হয়েছে কমপক্ষে ১৫ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের লাশ উদ্ধার করে। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

বিআইডব্লিউটিএ'র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানা বর্তমানে স্টিমারটি উদ্ধারকাজ চলছে।

আপনার মন্তব্য

আলোচিত