সিলেটটুডে ডেস্ক

০৪ জুলাই, ২০১৬ ১০:১৫

বগুড়ায় কাজীকে পিটিয়ে হত্যা

বগুড়ার ধুনটে মাওলানা মতিউর রহমান (৪০) নামে এক ম্যারেজ রেজিস্ট্রারকে (কাজী) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিনগত রাত ১২টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান ধুনট উপজেলার বলারবাড়ি গ্রামের মৃত মোনছের আলীর ছেলে। তিনি ওই উপজেলার গোপালনগর ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রার ছিলেন।

বানিয়াগাতি বাজার মসজিদে তারাবির নামাজে ইমামতি শেষে  বাড়ি ফেরার পথে তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন বলে পারিবারিকভাবে দাবি করা হয়েছে।

নিহতের পারিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাওলানা মতিউর রহমান বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বানিয়াগাতি বাজার মসজিদে তারাবির নামাজে ইমামতি করতেন। রোববার রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি জাতীয় ধাতব পদার্থ দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পঞ্চনন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।

তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত