সিলেটটুডে ডেস্ক

১০ জুলাই, ২০১৬ ১৭:১৮

বন্ধ হচ্ছে কূটনৈতিক পাড়ার অবৈধ রেস্তোরাঁ-হাসপাতাল-স্কুল

সন্ত্রাসী হামলার পর কূটনৈতিক জোন- গুলশান, বনানী ও বারিধারার আবাসিক এলাকার অননুমোদিত রেস্তোরাঁ, হাসপাতাল ও স্কুল-কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১২ দফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে আইনশৃংখলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এ তথ্য দেন। মন্ত্রিসভা কমিটির 'বিশেষ' এই বৈঠকে সভাপতিত্ব করেন আমির হোসেন আমু।

শিল্পমন্ত্রী আরও জানান, ওই এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এ ধরনের স্থাপনাগুলোকে তদারকির মধ্যে এনে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, গুলশানের 'রেসিডেন্সিয়াল এরিয়ায়' যত্রতত্র গড়ে ওঠা রেস্তোরাঁ, হাসপাতাল, বিভিন্ন রকম স্কুল-কলেজকে তদারকির আওতায় আনা হবে। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে এ ধরনের স্থাপনা যাতে গড়ে উঠতে না পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমির হোসেন আমু বলেন, 'এবং উইথাউট পারমিশনে যেগুলো হয়েছে, সেগুলো বন্ধ করে দেয়ার কথা বলা হয়েছে।'

এর আগে একই বৈঠক থেকে বাংলাদেশে বিশিষ্ট ইসলামী বক্তা জাকির নায়েক পরিচালিত পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত