নিউজ ডেস্ক

১১ জুলাই, ২০১৬ ১১:২৪

শোলাকিয়ায় হামলা: জাহিদুল ১০ দিনের রিমান্ডে

কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় আসামি জাহিদুল হক তানিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার রাতে কিশোরগঞ্জের এক নম্বর আমলি আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আব্দুল সালাম খান এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. মুরশেদ জামান রিমান্ডের বিষয়ে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের শোলকিয়ায় ঈদগাহ ময়দানের কাছে এক চেক পয়েন্টে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের বেশি কিছুক্ষণ গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির রহমান।

পুলিশ বলছে, আবির হামলাকারীদের একজন। এছাড়া হামলাকারী সন্দেহে শফিউল ইসলাম ও জাহিদুল হককে গ্রেফতার করা হয়।

শোলাকিয়ায় হামলার এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক হামলাকারীসহ চারজন নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত